আমুদরিয়া নিউজ : স্ত্রীকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝোলানোর অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার কল্যাণীর আনন্দপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম রিমা মজুমদার। শুক্রবার রাতে রিমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাবার বাড়ির অভিযোগ, মেয়েকে তাঁদের জামাই খুন করে ঝুলিয়েছে। তাঁর স্বামী রাজু মজুমদারের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তাঁকে ধরেছে।