আমুদরিয়া নিউজ : স্ত্রীর সঙ্গে বাইকের শোরুমে গিয়েছিলেন স্বামী। সেলসম্যান তাঁকে নানা রকম বাইকের মডেল দেখাচ্ছিলেন। অনেক কিছু দেখার পর স্ত্রী তাঁর হাতে তুলে দেন একটি বাক্স। সব আগে থেকে প্ল্যান করা ছিল। বাক্সের মধ্যে ছিল একটি বাইকের চাবি। দেখে স্বামী ভীষণ খুশি। স্ত্রীকে জড়িয়ে ধরেন। স্ত্রীকে বাইক গিফট করতে দেখে দারুণ খুশি নেটপাড়া। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় এমন দৃশ্য দেখে কমেন্টের ছড়াছড়ি। নেটিজেনদের মন্তব্য, ওই স্ত্রী ঘরের লক্ষ্মী।
