আমুদরিয়া নিউজ : বছর দুয়েক আগে কোভিডে বাবাকে হারিয়েছিলেন। আর ক্যানসারে চলে গেলেন মা। জমানো টাকায় একটি স্কুটি কিনেছিলেন যুবকের মা। আচমকা চুরি যায় মায়ের সেই শেষ সম্বল। থানা পুলিশ করেও খুঁজে পাওয়া যায়নি স্কুটিটি। এবার চোরের কাছ থেকে সেই স্কুটি ফিরে পেতে সামাজিক মাধ্যমে মায়ের স্কুটির বদলে তিনি চোরকে নতুন স্কুটি কিনে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। মহারাষ্ট্রের কোথরুদ এলাকার যুবকের পোস্ট ঘিরে শোরগোল।