আমুদরিয়া নিউজ : পুজোর মুখে মদের দাম বাড়তে পারে পশ্চিমবঙ্গে। মদ বিক্রেতাদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতকারক সংস্থাগুলি মদের দাম বাড়াতে চেয়ে আর্জি জানিয়েছে রাজ্য আবগারি দফতরকে। এর আগে বিয়ারের দাম কিছুটা কমলেও এবার তা ফের বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। দেশে তৈরি বিদেশি মদের দামও বাড়তে পারে। পুজোর সময় দাম বাড়লে সুরাপায়ীদের একটু মন খারাপ হওয়ারই কথা।
