আমুদরিয়া নিউজ : এক প্রাইভেট টিউটর ছাত্রদের বোঝাচ্ছিলেন গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। স্যার বললেন, বুঝলি রে তোরা ? একদিন পৃথিবীতে না থাকবে গাছপালা, না থাকবে পশু পাখি, না থাকবে বাড়িঘর। গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে একদিন সবকিছুই তছনছ হয়ে যাবার সম্ভাবনা প্রবল। ছাত্র তৎক্ষণাত বলে উঠল, তা স্যর, সেদিন আমাদের প্রাইভেট টিউশন ছুটি থাকবে না আসতে হবে ?
