আমুদরিয়া নিউজ : বিরাট কোহলি কি পাকাপাকিভাবে সপরিবারে লণ্ডনে চলে যাবেন! এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ, বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিরাট, তাঁর স্ত্রী আনুষ্কা শর্মা এবং তাদের সন্তান ভামিকা এবং আকাই শীঘ্রই লন্ডনে চলে যাবেন। সেখানে তিনি অবসরের পরে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করছেন।
গত কয়েক বছর ধরে, কোহলিকে প্রায়ই লন্ডনে দেখা গেছে। প্রকৃতপক্ষে, তাদের ছেলে আকায়ের জন্ম এই বছরের শুরুর দিকে ১৫ ফেব্রুয়ারি লণ্ডনেই। বিরাট কোহলি অবশ্য তাঁর ছোটবেলার কোচের দাবি সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।