আমুদরিয়া নিউজ : ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সঙ্গে কুস্তিপ্রেমী মানুষের ভিড় গির্জায়। অবাক লাগলেও ইংল্যান্ডের একটি স্থানীয় একটি অভিনব কিন্তু অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে ভাইরাল হয়েছে সম্প্রতি। গির্জা নতুন অনুসারীদের আকৃষ্ট করতে এবং যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাসে ফিরিয়ে আনতে সেখানে গীর্জার ভিতরেই বসেছে জনপ্রিয় ডব্লিউডব্লিউই-র মতো কুস্তির আসর। এরকমভাবেই উত্তর ইংল্যান্ডের শিপলি শহরে সেন্ট পিটার্স অ্যাংলিকান গির্জাটি বর্তমানে জনপ্রিয়ভাবে ‘রেসলিং চার্চ’ নামে পরিচিত। ৩৭ বছর বয়সী গ্যারেথ থম্পসন গির্জাটির প্রতিষ্ঠা করেন। তিনি জানিয়েছেন, তিনি একজন পেশাদার কুস্তিগির ছিলেন এবং যিশুর দ্বারা রক্ষা পেয়েছিলেন। অন্যদেরও একই অভিজ্ঞতা দিতে চেয়েছিলেন। সেই কারণেই এই অভিনব পন্থা।
