আমুদরিয়া নিউজ : তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে আরও কয়েক ঘণ্টা বাকি। তার আগেই তিনি আশ্বাস দেওয়ায় আমেরিকায় ফের চালু হল টিকটক। শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশিকা জারি হবে বলে প্রশাসনিক আশ্বাস পেয়েছে টিকটক। গত বছরের এপ্রিলে আমেরিকায় চিনি কোম্পানি বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করা হলে তা নিয়ে ফের আপিল হয়। গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করার নির্দেশ বহাল রাখে। ১৯ জানুয়ারি তা বন্ধ হয়ে যায়।
ডোনাল্ড ট্রাম্প আগে টিকটক নিষিদ্ধের পক্ষে থাকলেও রবিবার নিজের সোশ্যাল ট্রুথে লেখেন, কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়।
তিনি শপথ গ্রহণের পরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময়সীমা বাড়ানোর জন্য সোমবারই নির্দেশ জারি করবেন বলে লেখেন ওই বার্তায়। তাতেই ফের চালু হয়েছে টিকটক।