আমুদরিয়া নিউজ : প্রায় ৬ বছর পরে জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হল। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবিধানের ধারা মেনে মুখ্যমন্ত্রী নিয়োগের প্রাক্কালে জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হচ্ছে।
এবার জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফট্যানান্ট গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানানা এনসি নেতা ওমর আবদুল্লা। তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন।