আমুদরিয়া নিউজ : ট্যাক্সিতে উঠেই হঠাৎ প্রসব বেদনা শুরু হয় এক গর্ভবতী মহিলার। তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হাতে ছিল না। মাঝ রাস্তাতেই গাড়ি থামান ট্যাক্সি চালক। এগিয়ে আসেন সাহায্য করার জন্য। ট্যাক্সি চালকের সহযোগিতাতেই প্রসব করেন ওই মহিলা। সম্প্রতি নেটমাধ্যমে এইরকম একটি পোস্ট দিয়ে, ওই মহিলাকে নিজের রাঁধুনির স্ত্রী বলে চিহ্নিত করেছেন এক ব্যক্তি। তিনিই রাঁধুনি এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওই ট্যাক্সিটি বুক করেছিলেন। পোস্টে তিনি ওই ট্যাক্সি চালককে ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
