আমুদরিয়া নিউজ : এক মহিলা পুলিশ অফিসারকে কুপিয়ে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হযেছে। কেরলের কুন্নুর জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম দিব্যাশ্রী (৩১)। তাঁর স্বামী রাজেশকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রাজেশ ও দিব্যাশ্রী সেপারেশনে ছিলেন। দিব্যাশ্রী বাবার বাড়িতে থাকতেন। ওই দিন সন্ধ্যায় রাজেশ দিব্যাশ্রীর বাড়িতে আচমকা ঢুকে অস্ত্র নিয়ে কোপানো শুরু করে। বাধা দিতে গেলে দিব্যাশ্রীর বাবাকেও কোপায়। দিব্যাশ্রীর বাবাকে কুপিয়ে পালায়। দুজনকে হাসপাতালে নিলে দিব্যাশ্রীর মৃত্যু হয়। তাঁর বাবার অবস্থায় ভাল নয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে শহরের একটি বাজার থেকে রাজেশকে গ্রেফতার করে।