আমুদরিয়া নিউজ : একেই বলে রাখে হরি মারে কে! না হলে আত্মহত্যা করতে রেললাইনে টানটান হয়ে শুয়ে পড়ার পরেও কেউ বেচে যান! এমনই ঘটেছে বাংলাদেশের নরসিংদি রেল স্টেশনে। বুধবার বিকেলে।
৭০ বছর বয়সী লতিফা বেগম পারিবারিক অর্থকষ্টের কারণে আত্মহত্যা করতে ট্রেন আসতে দেখে আচমকা রেললাইনে শুয়ে পড়েন। চালক তা দেখে ইমার্জেন্সি ব্রেক কষেন। ট্রেনটি প্রায় মহিলার উপরে গিয়ে থামে। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।