আমুদরিয়া নিউজ : বচসার বদলা নিতে, ঘরে ঢুকে দুই সন্তানের সামনেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের পর তাঁর মুখে ও শরীরে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত। মহিলার অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। গত ২২ জানুয়ারি অসমের কাছার জেলায় ঘটনাটি ঘটেছে। এর পর থেকেই পলাতক ২৮ বছরের অভিযুক্ত প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে, বলে জানিয়েছে পুলিশ।
