আমুদরিয়া নিউজঃ এলাকায় খুলছে নতুন মদের দোকান। আর তাতেই বেজায় ক্ষুব্ধ গ্রামের মহিলা রা। চালু হওয়ার আগেই তাই এলাকার উত্তেজিত মহিলারা ভাঙচুর চালালেন ওই মদের দোকানে। নষ্ট করা হয়েছে পেটি পেটি মদ। কোচবিহারের তুফানগঞ্জ ১ং ব্লকের ধলপল সাহা পাড়ার ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ও আবগারী দফতরের আধিকারিকরা।
গ্রামের মহিলাদের অভিযোগ, মদের দোকান চালু হলে এলাকার মেয়ে-বউদের নিরাপত্তা বিঘ্নিত হবে। বাচ্চাদের উপর বাজে প্রভাব পড়বে। তাদের স্বামী ও এলাকার যুবকরা মদে আসক্ত হয়ে উঠবে। এই কারণে সংসারে অশান্তি দেখা দিবে। ওই দোকানের মালিকের দাবি, তা মদের দোকানের সরকারি লাইসেন্স রয়েছে। ওই এলাকার একজন রাজনৈতিক দলের নেতা বাইরে থেকে মহিলা এনে হামলা চালিয়েছে। এলাকার মহিলারা ছিল না।