আমুদরিয়া নিউজঃ এ বছর কোচবিহারের সেরা পুজোগুলির অন্যতম পাটাকুড়া ক্লাব। ৭৫ তম বর্ষে তাদের থিম নারী কথা। এই পুজোর দৃষ্টি নন্দন মন্ডপ সজ্জা দর্শনার্থীদের মনে জায়গা করে নিবে।
মন্ডপ জুড়ে নারী মুখ স্থান পেয়েছে। মন্ডপের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। আর তার সাথে রয়েছে চন্দন নগরের চোখ ধাঁধানো লাইটিং। দর্শকরা যেতে পারেন এই পুজো মন্ডপে।