আমুদরিয়া নিউজ : সব ঠিকঠাক থাকলে ২০২৬-এ বিধানসভা ভোটের আগে শিলিগুড়ির অদূরে সেবকের কাছে দ্বিতীয় করোনেশন সেতুর কাজ শুরু হতে পারে। কারণ, রাজ্য সরকার ওই কেন্দ্রের ওই প্রকল্পকে সবুজ সংকেত দিয়েছে। প্রায় ১১ কোটি টাকা খরচ করে চার লেনের সড়ক হবে। তবে সড়ক তৈরির জন্য কতটা বনাঞ্চল কাটা পড়বে তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা।
