সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১১ জানুয়ারি: এক গুচ্ছ দাবিতে চা বাগানের ফ্যাক্টরি গেটে বিক্ষোভ প্রদর্শন করেন আলিপুরদুয়ার মাঝেরডাবরী চা বাগানের শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় কাজের শেষে শ্রমিকরা ফ্যাক্টরি গেটে জমায়েত করে বিক্ষোভে সামিল হন। আলিপুরদুয়ার জেলা সিটু নেতা বিদ্যুৎ গুন জানান এদিন যেসব দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে সেগুলি হলো বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, চা বাগানে চিকিৎসার সুব্যবস্থা করা, শ্রমিকদের রান্নার জ্বালানি প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা অবসরকালীন সময়ে দেওয়া, শ্রমিকদের শত বছরের ভিটেমাটি থেকে উচ্ছেদের চক্রান্ত বন্ধ করা। তিনি আরও জানান দ্রুত এই দাবি সমূহ পূরণ না হলে শ্রমিকরা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে।
