আমুদরিয়া নিউজ : বকেয়া মজুরির দাবিতে সোমবার সকাল থেকে চা বাগানের ফ্যাক্টরি গেটে বিক্ষোভ প্রদর্শন করছে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের শ্রমিকরা। উল্লেখ্য জেলার বান্দাপানি, গ্যারগেন্ডা, ডিমডিমা সহ আরো তিনটি চা বাগান দীর্ঘদিন ধরে নন্ধ ছিলো। ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ বন্ধ চা বাগান গুলি ম্যারিকো নামে একটি সংস্থা লিজ নেয় ও বাগানে কাজ চালু করে। ডিমডিমা চা বাগানের বিক্ষোভরত শ্রমিকরা জানান তাদের দুবছরের মজুরি বকেয়া আছে। এই বকেয়া মজুরি মেটানোর কোনো উদ্যোগ নতুন মালিকপক্ষ নিচ্ছেননা পাশাপাশি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে আজ পর্যন্ত এক সপ্তাহের মজুরি প্রদানের জন্য ও নতুন মালিকপক্ষ কোনো উদ্যোগ গ্রহন করছেননা। একারনেই তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। তাদের দাবি দ্রুত বকেয়া মজুরি মেটানোর ব্যবস্থা করা হোক। এ বিষয়ে চা বাগান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজী হননি।