আমুদরিয়া নিউজ : এক গুচ্ছ দাবিতে কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা বাগানে বুধবার সকালে বিক্ষোভ প্রদর্শন করলেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি গুলি সম্পর্কে সিটু নেতা বিদ্যুৎ গুন জানান সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে তা শ্রমিক স্বার্থ বিরোধী, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান কে আইনী অধিকারের আওতায় আনা সহ শ্রমিকদের স্বার্থে আরও বেশ কিছু দাবীতে এদিন শ্রমিকরা কাজে যোগদানের আগে চা বাগানের ফ্যাক্টরির সামনে বিক্ষোভ প্রদর্শন করে শ্লোগান দেন।
সুকুমার রঞ্জন সরকার