আমুদরিয়া নিউজ : বুধবার শুরু হবে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। নিমন্ত্রিত মুকেশ আম্বানি, ভুটানের রাজা সহ দেশ বিদেশের একাধিক ধনীরা। এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন।
বাংলায় লগ্নিতে নতুন করে আহ্বান জানাবেন। এবারের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চলেছে ২০টি দেশ।