আমুদরিয়া নিউজ : দুবাইয়ে যুগান্তকারী এক পরিবহণ সেবা চালু হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বের প্রথম বাণিজ্যিক ফ্লাইং ট্যাক্সি সার্ভিস, যা শহরের আকাশে নতুন মাত্রা যোগ করেছে। আমেরিকান কোম্পানি জোবি এভিয়েশনের তৈরি এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি ডাউনটাউন দুবাই থেকে দুবাই মেরিনা পর্যন্ত যাত্রীদের পরিবহণ করছে। একটি ট্যাক্সিতে ৪ জন যাত্রী বসতে পারবেন এবং মাত্র ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছানো যাবে। প্রতি রাইডের ভাড়া ধরা হয়েছে ১৫০ ডলার (প্রায় ১৬,৫০০ টাকা)। দুবাই সরকারের অনুমোদন পাওয়ায় এই সেবা চালু করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দুবাই তার স্মার্ট সিটি পরিকল্পনার আরেকটি ধাপ পূর্ণ করল। ভবিষ্যতে এই সেবা শহরের অন্যান্য এলাকায়ও চালু করার পরিকল্পনা রয়েছে।
