আমুদরিয়া নিউজ : ওড়িশার সুন্দরগড় জেলায় এক সিমেন্ট কারখানায় গতরাতে কাজ চলা কালীন হঠাৎ একটি লোহার কাঠামো ভেঙে পড়ায় তার নীচে চাপা পড়েন ৮ জন শ্রমিক। এই দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাঠামোটি দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থাতে ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, পুলিশ ও দমকল আধিকারিকরা উপস্থিত হয়েছেন। উদ্ধারকাজ চলছে।