আমুদরিয়া নিউজঃ নৈশালকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হল ওয়াইবিএফসি কোচবিহার। কোচবিহার ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ও ব্যাবস্থাপনায় রাসমেলা ময়দান সংলগ্ন এমজেএন স্টেডিয়ামে শনিবার রাতে এই ফাইনাল ম্যাচ হয়। এদিনের ম্যাচে নির্ধারিত সময়ে এসএসএ কাকরিবাড়িকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লোকাল টিম ওয়াইবিএফ সি কোচবিহার। টানটান উত্তেজনার মধ্যে এদিনের ম্যাচ শেষ হয়।
মরু ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ন ও সুধীর কুমার মৈত্র রানার্স নক আউট এই টুর্নামেন্ট প্রতি বছরই হয়ে থাকে। এদিন চ্যাম্পিয়ন ও রানার্স উভয় দলের হাতে প্রাইজ মানির সঙ্গে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। প্রতি বছরই এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে কোচবিহারের ফুটবল প্রেমীদের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।