আমুদরিয়া নিউজ: রোবট গার্ল ফ্রেন্ড চান? তাও মিলবে এখন। আমেরিকার রিয়ালবোটিক্স ফার্ম থেকে বানানো হয়েছে এমনই রোবট গার্ল। রোবটটিকে এমনভাবে তৈরি করা হয়েছে মনের ভাব প্রকাশের সময়ে মুখের অভিব্যক্তিও দেখা যাবে। দাম পড়বে মাত্র দেড় কোটি টাকা।
এই রোবট গার্ল বানানোর সময় এর সামাজিক জ্ঞান ও মানুষের মতো বৈশিষ্ট্যয়ের দিকে খেয়াল রাখা হয়েছে। গলা থেকে মুখ অবধি ভাব প্রকাশ করার জন্য ১৭ টি মোটর বসানো হয়েছে। আপনি কেনার পরে ইচ্ছে মত এরিয়ার মুখমন্ডল, চুলের ধরন, রং প্লাটাতে পারবেন। এই রোবটের ত্বক অনুসারে নিজেকে সাজাতে পারবেন।