আমুদরিয়া নিউজ : ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দুই বন্ধু সকলকে বেশ আনন্দ দিয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা ছেলে গম্ভীর ধরনের একটি গান গাইবার জন্যে স্টেজে ওঠে। তাঁর সাথে তাঁর বন্ধুও যোগ দেয়। সেখানেই ঘটে আসল মজা। তাঁর বন্ধু গান করতে গিয়ে এমন হাসি জুড়ল যে সে কিছুতেই গম্ভীর ভাবে গানটি গাইতে পারল না। দুজনেই স্টেজে হেসে কুটোপাটি খেল। দর্শক ও সোশ্যাল মিডিয়ার সকলেও হাসিতে ফেটে পড়েছে। একজন ভিডিওতে কমেন্ট করেন, আমাদের সকলেরই এমন একজন বন্ধু আছে।
