আমুদরিয়া নিউজ : নিজের মাথা ন্যাড়া করে ক্যানসার আক্রান্ত এক মহিলার জন্য সব চুল দিযে দিল ৫ বছর বয়সী একটি মেয়ে। সে থাকে ত্রিপুরার আগরতলায়। যাঁকে সে চুল দান করেছে তিনি থাকেন বেঙ্গালুরুতে।
এই অসামান্য কাজটি যে করেছে তার নাম অনুসূয়া ঘোষ। নার্সারির কেজি টু-র পড়ুয়া অনুসূয়ার মাথায় সুন্দর চুল ছিল। তাঁর বাবা অনিমেষ ঘোষ একজন সমাজসেবী। নানা এনজিও-র সঙ্গে যুক্ত। মা সীমা স্কুল টিচার। তাঁরা এনজিও মারফৎ খবর পান বেঙ্গালুরুর এক মহিলার ক্যানসারের কারণে সব চুল কেটে ফেলতে হয়েছে. তাঁর হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য চুল দরকার। সেই খবর পেয়ে অনিমেষ ও সীমা মেয়ের সঙ্গে কথা বলেন। তাকে বলার পরে সে খুশি হয়ে মাথা ন্যাড়া করতে রাজি হয়ে যায়। তার পরে সেই চুল পৌঁছে দেওয়া হয় বেঙ্গালুরুতে।
অনুসূয়ার এই কাজের জন্য আমরা ওঁকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, প্রিয় ভিউয়ার, আপনারাও কমেন্ট বক্সে ওর কাজকে প্রশংসা করবেন।