আমুদড়িয়া নিউজ: ১০ কেজি খাসির মাংস পাওয়া যাবে মাত্র পাঁচ টাকায়। এছাড়াও পাঁচ কেজি খাসির মাংস, নয়তো দেশি মুরগি, ব্রয়লার, ডিম কত কিছুই। ধুপগুড়ির ডাক বাংলো গেটের সামনে এমনটাই ঘোষণা করছিলেন কয়েকজন। যেখানে খাসির মাংসের দাম ৮০০ টাকা কিলো সে জায়গায় দাঁড়িয়ে ৫ টাকায় কি করে 10 কেজি খাসির মাংস পাওয়া যাবে সেটাই ভাবছিল সাধারণ মানুষ।
আসলে এটি একটি লটারির মাধ্যমে করা হয়েছে। ৫ টাকা দিয়ে লটারি কিনলে প্রথম পুরস্কার পেয়ে যাবেন ১০ কেজি খাসির মাংস দ্বিতীয় পুরস্কার ৫ কেজি খাসির মাংস। তৃতীয় পুরস্কার দুজন বিজয়ী পাবেন দুই কেজি খাসির মাংস। এছাড়াও চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পুরস্কার রয়েছে। এমন লোভনীয় পুরস্কারে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ।