আমুদরিয়া নিউজ: খুনের পর সমকামী সঙ্গীর দেহ পুঁতে রেখেছিলেন রান্নাঘরের মেঝেতে। ১৪ টা বছর ধরাছোঁয়ার বাইরে থেকে অবশেষে আহমেদাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মণীশ গুপ্তা নামে এক যুবকের সঙ্গে সমকামিতার সম্পর্কে ছিলেন আহমেদাবাদের ভেজালপুরের বাসিন্দা ধৃত রমেশ দেসাই।
হঠাৎ কোন বিষয়ে মতবিরোধ হলে রাগের মাথায় মণীশের মাথায় পাথরের আঘাতে তাঁকে খুন করে হাত-পা বেঁধে বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে দেন রমেশ। তারপর গুজরাট ছেড়ে গা ঢাকা দেন রাজস্থানে। অবশেষে ১৪ বছর পর গুজরাত পুলিশের অপরাধদমন শাখার চাপের মুখে পড়ে অপরাধ স্বীকার করেন রমেশ। ঘটনাটি আরও খতিয়ে দেখছে পুলিশ।