আমুদরিয়া নিউজ : মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু যুবতীর। আহত আরও ৩। তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মুসকান মণ্ডল। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত হয়েছেন বেলুন বিক্রেতা শরিফুল মণ্ডল, তাঁর ভাই ও আরও এক ব্যক্তি। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
