আমুদরিয়া নিউজ : চুমু খেয়ে প্রাণ বিপন্ন হতে বসেছিল এক তরুণীর। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার স্নাতক এক তরুণী ডান্স ফ্লোরে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে নাচার সময়ে অচেনা এক ব্যক্তিকে চুমু খান। পরদিন থেকেই তাঁর গলা ব্যাথা।
কিছুক্ষণ পরেই জ্বর, বমি। অসহ্য শরীর ব্যাথা। তার পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে ডাক্তাররা জানান, বিরল রোগ কিস ডিজিজে আক্রান্ত হয়েছেন তিনি। যা সারতে ৭ মাস অবধি সময় লাগতে পারে। অনেক সময়ে যা থেকে হতে পারে ক্যানসারও। লালার মাধ্যমে এই রোগ ছড়ায়। তবে হবু সাংবাদিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তাই চুমুর ব্যাপারে অতি মাত্রায় সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।