আমুদরিয়া নিউজ : বেঙ্গালুরুর গোডাউন স্ট্রিটের কাছে বাসের জন্য অপেক্ষারতা এক তরুণীকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলা তামিলনাড়ুর বাসিন্দা। অভিযুক্তরা কে আর মার্কেটের শ্রমিক বলে খোঁজ মেলে। মহিলাকে একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলে পুলিশ তরফে জানানো হয়। ঘটনার তদন্ত চলছে।
