আমুদরিয়া নিউজ : বন্ধুর সঙ্গে পাথুরে উপত্যকায় হাঁটতে হাঁটতে এক তরুণীর হাত থেকে মোবাইল পড়ে যায় একটি খাঁজে। তা তোলার জন্য উপুড় হয়ে হাত ঢুকিয়ে দেন তরুণীটি। তার পর পিছলে তরুণী গোটা শরীরই পাথরের গভীর খাঁজে ঢুকে যায়। শুধু পা দুটির সাংমান্য অংশ দেখা যাচ্ছিল। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই। বন্ধুটি দ্রুত গাড়ি নিয়ে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারীদের নিয়ে আসে। তার পরে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী আসে। পাথর কাটা ও সরানোর জন্য নানা যন্ত্র আনা হয়। প্রায় ৭ ঘণ্টা পরে পাথর কেটে, কিছুটা সরিয়ে তরুণীটিকে উদ্ধার করা হয়। তখন তাঁর শরীরের সব রক্ত মাথায় জমা হয়ে গিয়েছে। পা দুটো রক্তশূন্য। দাঁড়াতে পারছিলেন না। কিন্তু, হাসপাতালে নেওয়ার পরে সুস্থ হয়েছেন। তার তেমন চোট লাগেনি। কারণ, নিচে যেখানে তাঁর মাথা পড়েছিল সেই জায়গায় ঘাস ছিল। ওই খাঁজে সাপখোপ না থাকায় বিপদও ঘটেনি।
এটি চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার হান্টার ভ্যালিতে ঘটেছে। জায়গাটি সিডনি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। যে খাঁজে পিছলে পড়েছিলেন তিনি, সেটি প্রায় ১০ ফুট গভীর ছিল।
![](https://www.amudaryanews.com/wp-content/uploads/2024/10/Pathorer-Khanje-1536x864.jpg)
Leave a Comment