আমুদরিয়া নিউজ : প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল আগেই। কিন্তু মন থেকে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নদিয়ার যুবক। প্রতিশোধ নেওয়া পরিকল্পনা করছিলেন অনেক দিন ধরেই। অবশেষে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রেমিকার অফিসে পার্সেল পাঠিয়ে দিলেন ওই যুবক। তাও আবার ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ পার্সেল হাতে পাওয়ার পর টাকা দিতে হবে। একটি নয়, দু’টি নয় শেষ চার মাসে ৩০০টি পার্সেল পাঠানো হয়েছে ওই তরুণীকে। এরপরেই বিরক্ত হয়ে লেকটাউন থানায় প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
