আমুদরিয়া নিউজ : হোলি খেলার দিন গুলি চলল দিনহাটায়। মৃত্যু হয়েছে এক যুবকের। শনিবার বেলা ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চকন্যাএলাকায়। ওই যুবকের নাম তপন বর্মন। ওই ঘটনায় অভিযুক্ত বন্ধন দাসকে পুলিশ খুঁজছে।
পুলিশের সন্দেহ, এদিন বিকেল চারটা নাগাদ দিনহাটায় এক নম্বর ব্লকে পেটলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চকন্যা এলাকায় পাঁচ বন্ধু মদের আসর বসিয়েছিল। হঠাৎই বন্ধুদের মধ্যে বচসা বাঁধে। সেই সময় বন্ধন ওরফে বাঁধন দাস নামে এক যুবক পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতে আহত হয় তপন বর্মন নামে এক যুবক। সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কোচবিহার জেলা পুলিশ সুপার দুত্যিমান ভট্টাচার্য জানান, দিনহাটার পেটলা জমাদারবোস পঞ্চকন্যা এলাকায় ৫ জন নেশাগ্রস্ত অবস্থায় হোলি খেলতে যান। সেখানে মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে বচসায় সৃষ্টি হয়। সেই সময় তপন বর্মণের ওপর অবৈধ অস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি করে বাঁধন দাস। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দিনহাটা এসডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখান থেকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত বাঁধন দাস বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে। বাঁধনের খোঁজ শুরু করেছে পুলিশ।

হোলিতে গুলি দিনহাটায়, মৃত্যু যুবকের
Leave a Comment