আমুদরিয়া নিউজঃ ভোট প্রচারে আলিপুরদুয়ারের মাদারিহাটৈ আসলেন বহরমপুরের সাংসদ ও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় প্রকাশ টোপ্পোর জন্য প্রচার করতে এদিন মাদারিহাটৈ এসে পৌঁছান তিনি। এদিন ইউসুফ পাঠানকে দেখতে ও ছবি তুলতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় পড়ে যায়। তৃণমূলের তারকা প্রচারককে ঘিরে ব্যপক উন্মাদনা দেখা যায় মাদারিহাটৈ।