আমুদরিয়া নিউজঃ ভোট প্রচারে মাদারিহাটের পর দিনহাটায় আসলেন ভারতীয় দলের প্রাক্তণ ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সিতাই বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের হয়ে ভোট প্রচারে আসেন তিনি। এদিন ইউসুফ পাঠান সিতাই বিধানসভার অন্তর্গত দিনহাটার বড় আটিয়া বাড়ি, গীতলদহ, ওকরা বাড়ির বিভিন্ন এলাকায় রোড শো করেন। হুড খোলা গাড়ি করে এদিনের প্রচার চলে।
এদিন ইউসুফ পাঠানের সঙ্গে ওই গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। এদিন প্রাক্তন ক্রিকেটারকে দেখতে ও তার ছবি তুলতে বিভিন্ন এলাকায় ভিড় জমতে দেখা যায়। তাকে ঘিরে সাধারণ মানুষের এদিন ভীষণ উন্মাদনা দেখা যায়। তা দেখে সাংসদ ইউসুফ পাঠান আপ্লুত। এদিন ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। শেষ দিন দলের সাংসদ ও ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে দিয়ে সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় রোড শো করিয়ে চমক দিল তৃণমূল।