আমুদরিয়া নিউজ : কদিন আগেই সারা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির তর্কাতর্কি দেখেছ। তা নিয়ে জেলেনেস্কির প্রংশসা করেছেন অনেকে। এতদিন জেলেনেস্কি চুপ ছিলেন। দেশে ফেরার পরে বুধবার তিনি ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আমেরিকা যেভাবে উদ্যোগী হয়েছে তাতে তিনি সামিল হতে চান। আমেরিকা ইতিমধ্যেই ইউক্রেনে সহায়তা বন্ধের ঘোষণা করেছে।
