আমুদরিয়া নিউজ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে খনিজ সম্পদ বণ্টনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কি জানান, রাশিয়ার আগ্রাসন রুখতে ও আমেরিকার সাহায্য পেতে তিনি আরও চুক্তি চান। তবে ট্রাম্প জানান, খনিজ সম্পদের চুক্তি ছাড়া আর কোনও চুক্তির নিশ্চয়তা তিনি দেবেন না।
