আমুদরিয়া নিউজ : জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়াকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। ফলে নাগরিকরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাস্তায় না নেমে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিনের নেতা রবার্ট মুগাবকে হারিয়ে ২০১৭ সালে মানাঙ্গাগওয়া রাষ্ট্রপতি হন এবং বর্তমানে তিনি তার দ্বিতীয় এবং শেষ মেয়াদে দায়িত্ব পালন করছেন। মূলত একদল প্রবীণ মানাঙ্গাগওয়া বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নিজেরা ক্ষমতা দখল করতেই এই বিক্ষোভ করছে বলে জানা গিয়েছে।
